ভূমিকা: কুরআন মানব জাতির পথের দিশা। সব সলুশন রেখেছে আল্লাহ কুরআনের মাঝে। হোক দুনিয়া কিংবা আখেরাতের যে কোন বিষয়ের সমাধান আছে কুরআনে। কুরআনকে পাথেয় করে নিতে পারলে যে কেউ সফল হবে উভয় জাহানে। ইসলামী শরীয়তের উপর চলতে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহর কালাম শিখতে চাইলে ফজিলতও পাবে সীমাহীন।