Course Content
ক্লাস ০২: হরফ পরিচিতি পার্ট ০১
0/3
ক্লাস ০৩: হরফ পরিচিতি পার্ট ০২
0/3
ক্লাস ০৪: হরফের বিভিন্ন রূপ
0/2
ক্লাস ০৫: হরফ প্রাকটিস
0/1
ক্লাস ০৬: কার চিহ্ন যোগে পড়া
0/2
ক্লাস ০৭: হসন্ত এবং মাদ্দ বা টান
0/2
ক্লাস ০৮: ওয়াক্ফ বা থামা
0/1
ক্লাস ০৯: অন্যান্য নিয়ম কানুন
0/1
ক্লাস ১০: এক নজরে সকল গুরুত্বপূর্ণ বিষয়
ক্লাস ১১:নিয়মিত পড়ার নিয়ম
মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা কোর্স
About Lesson
ওয়াক্ফ বা থামার নিয়ম

গোল () চিহ্নকে আয়াত বলা হয়। এ ধরণের গোল চিহ্নিত স্থানে থামতে হবে।

শব্দের মাঝে ( ) এ ধরণের কিছু চিহ্ন দেখতে পাওয়া যায়। এগুলো আসলে কিভাবে পড়তে হবে তা নিচে দেয়া হলো।

() মিম চিহ্নিত স্থানে থামতে হবে।

() লাম আলিফ চিহ্নিত স্থানে থামা যাবেনা।

এ ধরণের চিহ্ন আসলে থামা ভালো।

এ ধরণের চিহ্ন থাকলে থামা ভালো নয়।

শেষের অক্ষরে থামার ৩টি নিয়ম রয়েছে। 

  • দুই যবর থাকলে এক নিয়ম।
  • দুই যবর ছাড়া বাকিগুলোর এক নিয়ম।
  • গোল তা থাকলে এক নিয়ম।
দুই যবর এর নিয়ম

শেষের অক্ষরে () দুই যবর (দুই আ-কার) হলে একটি যবর অর্থাৎ (ন) বাদ যাবে। (ন) বাদ দিলে শুধু আ-কার থাকবে। আকারের পরে খালি আলিফ দেখা যাবে। আকারের পর খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। অর্থাৎ শেষের অক্ষরে দুই যবর থাকলে এক যবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে।

যেমনঃ-

দুই যবর ছাড়া বাকিগুলোর নিয়ম

দুই যবর ছাড়া বাকি যে চিহ্ন রয়েছে যেমন- এক যবর, এক যের, এক পেশ, দুই যের এবং দুই পেশ ( )। এই পাঁচটি চিহ্ন থাকলে চিহ্নগুলোকে বাদ দিয়ে তার পরিবর্তে সাকিন দিয়ে নিতে হবে।

যেমনঃ- 

গোল তা থাকলে তার নিয়ম

শেষের অক্ষরে () গোল তা থাকলে নুকতা এবং দুই যবর সহ সব চিহ্ন মুছে দিতে হবে। এর পর সাকিন দিতে হবে। তাহলে হা () এর উপর সাকিন হবে।

যেমনঃ-

0% Complete
X