Course Content
ক্লাস ০২: হরফ পরিচিতি পার্ট ০১
0/3
ক্লাস ০৩: হরফ পরিচিতি পার্ট ০২
0/3
ক্লাস ০৪: হরফের বিভিন্ন রূপ
0/2
ক্লাস ০৫: হরফ প্রাকটিস
0/1
ক্লাস ০৬: কার চিহ্ন যোগে পড়া
0/2
ক্লাস ০৭: হসন্ত এবং মাদ্দ বা টান
0/2
ক্লাস ০৮: ওয়াক্ফ বা থামা
0/1
ক্লাস ০৯: অন্যান্য নিয়ম কানুন
0/1
ক্লাস ১০: এক নজরে সকল গুরুত্বপূর্ণ বিষয়
ক্লাস ১১:নিয়মিত পড়ার নিয়ম
মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা কোর্স
About Lesson
মাদ্দ বা টান

 

পড়ার নিয়িমঃ ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে অর্থাৎ যবর বা আ-কার এর পর খালি আলিফ আসলে, যের বা ই-কার এর পর ইয়া সাকিন আসলে এবং পেশ বা উ-কারের পর ওয়াও সাকিন আসলে যে হরফে যবর, যের, পেশ থাকবে উক্ত হরফকে এক আলিফ (এক সেকেন্ড) টেনে পড়তে হবে। যেমনঃ-

খাড়া আ-কার (খাড়া যবর) খাড়া ই-কার (খাড়া যের) উলটা উ-কার (উলটা পেশ) হলেও এক আলিফ (এক সেকেন্ড) টেনে পড়তে হবে। যেমনঃ-

প্রাকটিস

 
তিন আলিফ এবং চার আলিফ টান

কোন হরফের উপর () এভাবে বাঁকা চিহ্ন থাকলে তিন আলিফ এবং () এভাবে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে।

যেমন:-

হরফ চার আলিফ টেনে পড়া

কোন হরফে যদি মৌলিক টান না থাকে এবং যদি শুধু চার আলিফ টানের চিহ্ন থাকে তবে হরফের নামটি চার আলিফ টেনে পড়তে হবে।

যেমন:-

প্রাকটিস

0% Complete
X